শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাদুঘরে নিদর্শন ডিসপ্লে ও কিউরেটিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে (কবি সুফিয়া কামাল মিলনায়তনের সম্মুখে) ২  মার্চ সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাদের নিদর্শন ডিসপ্লে ও কিউরেটিং প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। ২৩ জন কর্মকর্তা ও কর্মচারী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. রমজান আলী। মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ প্রদান করেন দৃক-এর জেনারেল ম্যানেজার এ.এস.এম. রেজাউর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘প্রত্যেক মানুষ চায় তার কিছু স্বপ্ন বাস্তবায়িত হোক। সিনেপ্লেক্স উদ্বোধন আমার কাছে  সেই স্বপ্ন বাস্তবায়নের শুভ মুহূর্ত। আজ এক সাথে সিনেপ্লেক্স উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো। উপস্থাপনা নান্দনিক ও রস সঞ্চার করা জরুরি। জাদুঘর উপস্থাপনা দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে নিত্য নতুন অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তথ্যবহুল উপস্থাপনা দর্শকদের জাদুঘরমুখী করে তুলবে। সময়ের সাথে সাথে জাদুঘরে প্রদর্শনের নতুন বিষয় সংযোজিত হচ্ছে। নিদর্শন ডিসপ্লে ও কিউরেটিং বিষয়ে আজ নতুন করে ভাবতে হচ্ছে। দৃক-এর জেনারেল ম্যানেজার এ.এস.এম রেজাউর রহমান বলেন, গুছিয়ে রাখা মানুষের সহজাত প্রবৃত্তি। এ কাজটি সফলভাবে সম্পন্ন করেন কিউরেটর, ফটো এডিটর ও লেখক। উপস্থাপিত বস্তÍু দৃষ্টি নন্দন করে তুলতে উপস্থাপনায় আলো প্রক্ষেপন, অধিক তথ্য সংযোজনে গুরুত্ব দিতে হয়। এখানে উপস্থাপনার অন্তর্নিহিত লক্ষ্য স্থির করতে হয়। মসলিন প্রদর্শনী ও মসলিন পুনরুজ্জীবন উৎসব এই সব গুরুত্ব দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন