শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টম ক্রুজ জানালেন ‘টপ গান টু’ নির্মিত হবে

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

‘টপ গান’ অভিনেতা টম ক্রুজের অভিনয়ে নিশ্চিত করে একটি দর্শকপ্রিয় চলচ্চিত্র। ১৯৮৬তে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সমালোচকদের মিশ্র মত পেয়েছিল। তবে, ফাইটার বিমানের অভূতপূর্ব অ্যাকশনের জন্য চলচ্চিত্রটি আজও এই ধারায় অনন্য অবস্থানে আছে। 

ক্রুজ, ভ্যাল কিলমার এবং কেলি ম্যাকগিলিস অভিনীত চলচ্চিত্রটির ‘টেক মাই ব্রেথ অ্যাওয়ে’ গানটি সেরা মৌলিক সঙ্গীত বিভাগে অস্কার জয় করেছিল। গানটি গেয়েছে বার্লিন।
‘টপ গান’ কাল্ট ক্লাসিকের মর্যাদা পাবার পর দর্শক আর ভক্তরা বরাবরই প্রত্যাশা করে এসেছে এর একটি সিকুয়েল তারা দেখতে পাবে। ক্রুজ স¤প্রতি এক সাক্ষাতকারে জানিয়েছেন ‘টপ গান টু’ অবশ্যই ঘটবে।
অস্ট্রেলিয়ার একটি মিডিয়া পোর্টালকে টম বলেছেন, “এটি অবশ্যই ঘটতে যাচ্ছে। এটা সত্য এটাই সত্য। সম্ভবত আগামী বছর আমি এটির কাজ শুরু করব। আমি জানি। এটি ঘটতে যাচ্ছে। এটি অবশ্যই ঘটতে যাচ্ছে... আপনাদেরই আমি এই কথা প্রথম বললাম।”
চলচ্চিত্রটির প্রযোজক জেরি ব্রাকহাইমার গত বছর ‘টপ গান’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে টুইটারে ফিল্মটির সিকুয়েলের বেশ কিছু আভাস দিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন