বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অশ্লীল গানে নুসরাত ফারিয়ার পারফরমেন্স

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: যৌথ প্রযোজনার সিনেমা বস ২-এর আল্লাহ মেহেরবান শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে গত শুক্রবার। সুফি ধাঁচের এই গানের সঙ্গে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অশ্লীল পোশাক পরে ও অর্ধনগ্ন হয়ে নেচে তীব্র সমালোচনায় মুখে পড়েছেন। গানটি প্রকাশের পর থেকেই সোস্যাল মিডিয়াতে বইছে সমালোচনার ঝড়। দর্শকরা গানটির শেয়ার দিয়ে মন্তব্য করছেন, গানটি সিনেমা থেকে বাদ দেয়া হোক। কেউ গানটি সিনেমা থেকে বাদ দেয়ার জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন। গানে নুসরাত ফারিয়ার লাল, সবুজ আর কালো রঙের খোলামেলা পোশাক আর আল্লাহর নাম মুখে নিয়ে নাচানাচির বিষয়টি শুধু অশ্লীল নয়, অত্যন্ত দৃষ্টিকটু। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এ ধরনের গানের কোরিওগ্রাফী যিনি করেছেন এবং এ সিনেমার প্রযোজক ও পরিচালকের রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুসলমানদের ধর্মীয় চেতনাকে হেয় করা হয়েছে এই গানের দৃশ্যায়ণে। গানটিতে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কিছুতেই প্রাসঙ্গিক নয়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এই গান ইচ্ছে করেই এমন কোরিওগ্রাফি করেছে সিনেমাটির দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও জিতস ফিল্মওয়ার্কস লিমিটেড। এর পেছনে দায়ী, জাজের নেতিবাচক মার্কেটিং। জাজ মাল্টিমিডিয়ার এ ধরনের স্ট্যান্টবাজির প্রবণতা রয়েছে। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, আইটেম গানের নামে চলচ্চিত্রকে নতুন করে কলুষিত করার এটি একটি নব সংস্করণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জাফর ২৮ মে, ২০১৭, ১:০০ পিএম says : 0
সিনেমা থেকে এই অংশটুকু বাদ দিয়ে এটাকে শালীনভাবে শুটিং করে তারপর সেন্সার বোর্ডে দেয়া হোক।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন