বিনোদন ডেস্ক: বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মাসুদা আনাম কল্পনা একসঙ্গে তিনটি নজরুল সঙ্গীতের একক অ্যলবাম প্রকাশ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ইউটিউবে তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন। বিগত এক বছর ধরে তিনি এই তিনটি একক অ্যালবামের কাজ করেন। নজরুলের গান আগ্রহীরা যেন শুদ্ধ সুরে শিখতে পারেন, গাইতে পারেন সেই লক্ষে এই তিনটি একক অ্যালবামের কাজ করেছেন। অ্যালবাম তিনটি হচ্ছে ‘কেন কাঁদে পরান’, ‘নমঃ নমঃ বাংলাদেশ মম’ এবং ‘ফিরিয়া যদি সে আসে’। তিনটি অ্যালবামের প্রতিটিতেই আছে দশটি করে নজরুল সঙ্গীত। মাসুদা আনাম কল্পনা বলেন, ‘জাতীয় কবির জন্মজয়ন্তীতে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই তিনটি অ্যালবাম শ্রোতাদের জন্য উপহার হিসেবে প্রকাশ করেছি। মূলত নজরুলের অপ্রচলিত গানগুলোই আমি এই অ্যালবামে গেয়েছি যেন আগ্রহী শ্রোতারা, শিক্ষার্থীরা শুদ্ধ সুরে শিখতে পারেন, গাইতে পারেন। একজন শিল্পী হিসেবে, শিক্ষক হিসেবে, সর্বোপরি একজন নজরুলপ্রেমী হিসেবে আমার নিজের চেষ্টায় আন্তরিকতা নিয়েই আমি অপ্রচলিত গানগুলো গেয়েছি। আশা করি, শ্রোতাদের ভালোলাগবে।’ মাসুদা আনাম কল্পনা জানান, নতুন ত্রিশটি গানের সঙ্গীতায়োজন করেছেন শীতাংশু মজুমদার ও অ¤øান দত্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন