বলিউড শীর্ষ পাঁচ
১। হাফ গার্লফ্রেন্ড
২। হিন্দি মিডিয়াম
৩। মেরি পেয়ারি বিন্দু
৪। সরকার থ্রি
৫। বাহুবলি টু : দ্য কনক্লুশন
মিতা আর রাজ বাত্রা বেশ অবস্থাপন্ন দম্পতি। দিল্লির চাঁদনি চকে শিশুকন্যা পিয়াকে নিয়ে থাকে তারা। রাজের একটি লেহেঙ্গার শো রুম আছে আর মিতা একজন গৃহবধূ। কোনও সমস্যার মুখোমুখি হয়নি তারা এ যাবত। সমস্যার শুরু হয় যখন তারা তাদের মেয়েটিকে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করায়। মেয়েকে স্কুলে ভর্তি করিয়েই তারা পৈত্রিক বাড়ি ছেড়ে দক্ষিণ দিল্লির অভিজাত এলাকায় এসে ওঠে সামাজিক অবস্থান উন্নত করার জন্য। সমাজের উঁচুতলায় ওঠার জন্য প্রাণান্ত চেষ্টা করতে থাকে তারা। স্বাভাবিক পোশাক ছেড়ে তার ডিজাইনার পোশাক পরা শুরু করে। দৈনন্দিন চলাবলায়ও পরিবর্তন আনার চেষ্টা করে। কিন্তু হাউসিং সোসাইটির অন্যরা তাদের ঠিক স্বাভাবিকভাবে নিতে পারে না কারণ মহিলারা সমাজ নির্ধারণ করে তাদের সন্তানদের স্কুলের ওপর ভিত্তি করে। আর পিয়ার অবস্থা আরও করুণ। তার সহপাঠীরা তার সঙ্গে কথা বলতে চায় না কারণ সে তাদের মত ইংরেজিতে কথা বলতে পারে না। হতাশ হয়ে রাজ-মিতা দম্পতি মেয়ের ভর্তি নিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন