বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী সুজানা জাফর নিজের নামে ফ্যাশন হাউস খুললেন। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে ‘সুজানা’স ক্লোসেট’ নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়। সুজানা বলেন, নিজের একটা ফ্যাশন হাউস করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। তিন বছর আগে প্রস্তুতি নিই। পোশাক কালেকশন করার জন্য বিভিন্ন দেশে গিয়েছি। মেয়েদের সালোয়ার কামিজ, শাড়িসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে এখানে। কিছু পোশাকের ডিজাইন আমি নিজেই করেছি। বাকিগুলো পাকিস্তান ও ভারত থেকে এনেছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, অপু বিশ্বাস, উপস্থাপক শারমীন লাকী, মডেল রিসিলাসহ অনেকে। এদিকে সুজানা এবার ঈদের নাটক ও টেলিফিল্ম আর করবেন না। ব্যবসায়িক ব্যস্ততা ও সময়ের অভাবে তার কাজ করা হবে না বলে জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন