শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমরা কুঁড়ির বর্ষপূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: জাতীয় শিশু কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’র ২৬ বৎসর পূর্তি উৎসব উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিশুদের কলকাকলী ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। বিকালে কেক কাটার মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকবি শহীদুল্লা ফরায়জী, কণ্ঠশীল্পী মেহেরিন, সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, অধ্যক্ষ এম এ মান্নন মনির। এর পর শুরু হয় সংগঠনের শিশু শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হয় আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এম.পি। বিশেষ অতিথি ছিলেন ইউএনবির চেয়ারম্যান আমানউল্লাহ খান ও প্রধান উপদেষ্টা আমরা কুঁড়ি ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম। বক্তব্য রাখেন আমরা কুঁড়ির মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও আমরা কুঁড়ি শিশু বক্তা করার ইবতিদা ইশরাক মৌমিতা। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. শেখ সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কন্ঠ শিল্পী মেহরীন, ফকির শাহাবুদ্দিন, নারী উদ্যোক্তা কনা রেজা, সংবাদ পাঠক ফারজানা করিম, ডাঃ কর্ণেল (অব.) অধ্যাপক জেহাদ খান, অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন ও অহনা রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন