বলিউড তারকা বিবেক ওবেরয় তার ক্যারিয়ারের প্রথম তামিল ফিল্ম ‘বিবেগম’-এর কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন চলচ্চিত্রের ক্ষেত্রে ভাষা তার জন্য কোনও বাধা নয়।
“আমি দক্ষিণ ভারতের সুপারস্টার অজিত কুমারের সঙ্গে আমার প্রথম তামিল ফিল্ম ‘বিবেগম’-এর শুটিং শুরু করতে যাচ্ছি। চলচ্চিত্রটির বাজেট ১২০ কোটি রুপি, সারা ইউরোপে এর শুটিং হচ্ছে,” বিবেক বলেন।
তামিল ভাষা শিখতে তার কোনও সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমার জন্য যে কোনও ভাষা শেখা খুব সহজ। আমি দ্রæত ভাষা রপ্ত করতে পারে। আমি একটি তেলুগু ফিল্ম করেছি... আমি হিন্দি ও তেলুগুতে ‘রক্ত চরিত্র’ ফিল্মটিতে অভিনয় করেছি। অনায়াসে কাজ করেছি আর এখন তামিলে কাজ উপভোগ করছি।”
তিনি জানান অজিতের সঙ্গে কাজ করা তিনি উপভোগ করছেন। সিবা পরিচালিত ‘বিবেগম’ ফিল্মটিতে আরও অভিনয় করছেন কাজল আগারওয়াল এবং আকশারা হাসান।
বিবেক জানিয়েছেন ‘বিবেগম’ একটি স্পাই থ্রিলার, অনেকটা ‘বর্ন’ সিরিজের ‘দ্য বর্ন আল্টিমেটাম’-এর মত।
বিবেক অভিনীত এবং বাম্পি পরিচালিত ‘ব্যাঙ্ক চোর’ ৬ জুন মুক্তি পাবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ফিল্মটি মুক্তি পাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন