বিনোদন ডেস্ক: আগামী ঈদ উল ফিতর উপলক্ষে সিডি চয়েসের ব্যানারে সুফি ফোক গায়িকা সায়েরা রেজার চতুর্থ একক অ্যালবাম ‘নিদাগীরে’ বাজারে আসছে। অ্যালবামে গান থাকছে পাঁচটি। সম্প্রতি অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘নিদাগীরে’ গানটির একটি এক্লুসিভ মিউজিক ভিডিও প্রকাশ করেছে সিডি চয়েস। গানটি প্রয়াত বাউল রশিদ উদ্দীনের এক অনবদ্য সৃষ্টি। গানটির মিউজিক এবং ভিডিও নির্মান ভাবনায় ছিলেন অপু মাহফুজ। জেকে মজলিস গানটির সঙ্গীতায়নে প্রাচী ও প্রতীচি সংমিশ্রন ঘটিয়ে মুন্সিয়ানা দেখিয়েছেন। সাদাকালো ক্ল্যাসিক ঢঙের এই ভিডিওতে সায়েরা রেজার গায়কী অসাধারণ হয়েছে। গানটি ইতোমধ্যে ইউটিউবসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। গানটি প্রসঙ্গে সায়েরা রেজা বলেন, বাউলরা গানকে সাধনার অংশ মনে করেন। বাউল রশিদ উদ্দীনের গান আমার আগে করা হয়নি। তাঁর গানের সঙ্গে পরিচিত হয়ে নিজের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে। শ্রোতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই সঙ্গীতের প্রতি আমার আত্মনিবেদন। আশা করি, শ্রোতারা তা সাদরে গ্রহন করবেন। উল্লেখ্য, ‘দোষ দেবোনা’ শিরোনামে সায়েরা রেজার আরেকটি একক অ্যালবাম শীঘ্রই প্রকাশ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন