শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কাশ্মিরে সাবজারের জানাযায় বিপুল জমায়েত

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত বিদ্রোহী নেতা সবজার আহমদ ভাটের জানাযা গত রবিবার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এদিন ভারত অধিকৃত কাশ্মিরে কারফিউ সদৃশ বিধিনিষেধ উপেক্ষা করেই হিযবুল মুজাহিদীনের কমান্ডার সাবজারের জানাযায় শরিক হন কয়েক হাজার মানুষ। সবজারের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতায় এক বেসামরিক নিহত ও বেশ ক’জন আহত হওয়ার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম। প্রসঙ্গত, ২৬ মে শুক্রবার সন্ধ্যার পর কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালের সাইমুহ গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী। পুলিশের দাবি, সাবজার ও তার এক সহযোগী ওই বাড়িতে অবস্থান করছেন বলে তাদের কাছে গোপন খবর ছিল। শনিবার সকাল থেকে ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা কথিত এনকাউন্টার শুরু করে। এক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর সাবজার ও তার সহযোগী নিহত হন বলে দাবি করে পুলিশ। তার মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ন্ত্রণে কাশ্মিরে সরকার কারফিউর মতো কঠোর বিধিনিষেধ আরোপ করে। রমজানের প্রথম দিন অর্থাৎ রবিবার সকালে কাশ্মিরের বেশিরভাগ এলাকায় নীরবতা দেখা গেলেও দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকায় ছিল ভিন্ন চিত্র। এদিন ট্রালের একটি গ্রামে ভীড় করে হাজার হাজার মানুষ। কঠোর বিধি নিষেধ উপেক্ষা করেই সাবজারের জানাযায় অংশ নেয় তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভিড়ের মধ্য থেকে ভারতবিরোধী ও কাশ্মিরের স্বাধীনতার পক্ষে শ্লোগান দেওয়া হচ্ছিল। উল্লেখ্য, গত বছর নিরাপত্তাবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সবজারের পূর্বসূরী হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি নিহত হন। এরপর মেহমুদ গজনবি ওরফে জাকির মুসাকে তার স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু চলতি বছরের মে মাসে জাকির আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত হয়ে পড়ায় তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হয়। জাকিরের স্থলাভিষিক্ত হন বুরহানের বন্ধু সবজার। তাকে বুরহানের ডান হাত বলেও উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আল-জাজিরা,বিবিসি,এনডিটিভি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
রিপন ৩০ মে, ২০১৭, ২:৪৭ এএম says : 0
হে আল্লাহ তুমি এই ভুখন্ডকে স্বাধীন করে দাও।
Total Reply(0)
Bayzid ৩১ মে, ২০১৭, ১২:৩৮ পিএম says : 0
Allah indiar birudda kasmir der bijoy dao
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন