শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শীর্ষ ৫ বলিউড সঙ্গীত

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

 

১. বারিশ (সিনেমা-হাফ গার্লফ্রেন্ড, শিল্পী-অ্যাশ কিং ও শাশা তিরুপতি)।
২. মানা কি হাম ইয়ার নাহি (সিনেমা-মেরি পেয়ারি বিন্দু, শিল্পী-পরিণীতি চোপরা)।
৩. ফিরভি তুমকো চাহুঙ্গা (সিনেমা-হাফ গার্লফ্রেন্ড, শিল্পী-অরিজিত সিং ও শাশা তিরুপতি)।
৪. হারিয়া (সিনেমা-মেরি পেয়ারি বিন্দু, শিল্পী-অরিজিৎ সিং)।
৫. স্যুট স্যুট (সিনেমা-হিন্দি মিডিয়াম, শিল্পী-গুরু রানধাওয়া, রজত নাগপাল ও ইনটেন্স)।
শীর্ষ ৫ ইউকে সঙ্গীত

১. ডেসপাসিটো (শিল্পী- ড্যাডি ইয়াংকি ফিচারিং লুইস ফনসি)।
২. আই অ্যাম দ্য ওয়ান (শিল্পী-জাস্টিন বিবার, কুয়াভো, চ্যান্স দ্য র‌্যাপার ও লিল ওয়েইন ফিচারিং ডিজে খালেদ)।
৩. সিম্ফনি (শিল্পী-জারা লারসন ফিচারিং ক্লিন ব্যান্ডিট)।
৪. শ্যাপ অফ ইউ (শিল্পী-এড শিরান)।
৫. দেয়ার ইজ নাথিং হোল্ডিং মি ব্যাক (শিল্পী-শন মেন্ডেস)।
সূত্রঃ ইন্টারনেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন