বিক্রম ভাটের ‘নাইন্টিন টোয়েন্টিওয়ান’ চলচ্চিত্রে জেরিন খান কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। তাকে এই ফিল্মে একজন আইনের শিক্ষার্থীর ভূমিকায় দেখা যাবে। আর তাতে দারুণ উচ্ছ¡সিত অভিনেত্রীটি।
জেরিন বলেন, “কৈশোরে আমার আশা ছিল একদিন আমি আইন নিয়ে পড়ব। অন্তত পর্দায় একজন আইনের শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করতে পারছি বলে আমি খুব খুশি।”
তিনি এখন চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। শুটিংয়ে অংশ নেবার আগে তিনি বেশ কয়েকটি ল কলেজে গিয়েছেন এবং ছাত্রছাত্রীদের আচরণ পর্যবেক্ষণ করেছেন।
অভিনয়ের পাশাপাশি পড়তেই পছন্দ করেন জেরিন। গত সপ্তাহে বিক্রম ভাটের লেখা ‘আ হ্যান্ডফুল অফ সানশাইন’ বইটি হাতে নিয়ে তিনি একটি টুইট করেন। ক্যাপশনে লিখেন : “এখনের মত আর সঠিক সময় পাওয়া যাবে না আমার প্রিয় লেখক বিক্রম ভাটের ‘আ হ্যান্ডফুল অফ সানশাইন’ পড়ার জন্য। শুট ডায়েরিজ ‘নাইন্টিন টোয়েন্টিওয়ান’।”
দুই মাসের শিডিউলে ‘নাইন্টিন টোয়েন্টিওয়ান’ হরর ফিল্মটির কাজ শেষ হবে। চলচ্চিত্রটি ২০১৭’র শেষে মুক্তি পাবে।
কয়েক দিন আগে জেরিন টুইট করেন : “কাজ শুরু করছি... ‘নাইন্টিন টোয়েন্টিওয়ান’ দিয়ে ভয়কে জয় করি চলুন! নতুন করে শুরু, দারুণ খুশি, কাজ করা যাক!”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন