প্রযোজক জেরি ব্রাকহাইমার গত বছর বলেছিলেন ‘টপ গান’ ফিল্মটির সিকুয়েল নির্মিত হবে। প্রথম পর্বের প্রধান অভিনেতা টম ক্রুজও স¤প্রতি বলেছেন ‘টপ গান টু’ অবশ্যই ঘটবে। আর তা যদি ঘটেই সেটির অংশ হতে চান ভ্যাল কিলমার। বর্তমানে ৫৭ বছর বয়সী অভিনেতাটি ১৯৮৬ সালে ক্লাসিক চলচ্চিত্রটিতে ফাইটার পাইলট টম ‘আইসম্যান’ কাজানস্কির ভূমিকায় অভিনয় করেছিলেন। তার চরিত্রটি ছিল ফ্লাইট অ্যাকাডেমিতে ক্রুজ রূপায়িত পিট ‘ম্যাভেরিক’ মিচেলের প্রধান প্রতিদ্বন্দ্বী।
কিলমার ইনস্টাগ্রামে ‘টপ গান’ ফিল্মে তার চরিত্রের একটি ছবিসহ একটি টি-শার্ট পরিহিত একটি ছবি পোস্ট করেছেন। টি-শার্টটিতে লেখা ছিল ‘কুল অ্যাজ আইস’। তিনি লিখেছেন : “বন্ধুরা জানিয়েছে ‘টপ গান টু’ নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। আমি প্রস্তুত টম- এখনও ‘টপ গান’-এর প্লেক আমার কাছে আছে! এখনও আগের দক্ষতা আছে! এখনও আছে!”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন