বিনোদন রিপোর্ট: চিত্রনায়িকা কেয়া প্রায় দুই বছর পর সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটির নাম শিরোনামে তুমি। প্রযোজনা প্রতিষ্ঠান মুভি প্ল্যানেট থেকে শিরোনামে তুমি নির্মিত হবে। এতে কেয়ার বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। এর আগে একই ব্যানারের সিনেমা বø্যাকমানিতে অভিনয় করেছিলেন সাইমন ও কেয়া। দুই বছর পর চলচ্চিত্রে ফেরা নিয়ে কেয়া বলেন, আমি মনে-প্রাণে চলচ্চিত্রের মানুষ। বিভিন্ন কারণে কিছুদিন দূরে ছিলাম। স¤প্রতি আমি বাবাকে হারিয়েছি। বাবার মৃত্যুতে আমার মানসিক অবস্থা ভালো নেই। সে কারণে সিনেমার কাজ শুরু করতে একটু সময় নিচ্ছি। শিরোনামে তুমি শীর্ষক সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। শিঘ্রই শূটিং শুরু করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন