শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পলির নতুন অ্যালবাম হৃদয়ে হৃদয় বেঁধেছি

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রকাশিত হয়েছে প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী শায়লা সাবরিন পলির পঞ্চম একক অ্যালবাম ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’। সম্প্রতি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় অ্যালবামটির প্রকাশনা উৎসব। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শায়লা সাবরীন পলি জানান, অ্যালবামটি প্রকাশ হওয়ার পর থেকেই চারপাশ থেকে প্রশংসা পাচ্ছি। বিশেষ করে অ্যালবামের আমার এবং এফ এ সুমনের গাওয়া ‘টাইটেল সং’টির ব্যয়বহুল ভিডিওগান’টি বেশ আলোচনা ছড়াচ্ছে ইউটিউব এবং ফেসবুকে। অডিও অঙ্গনেরও অনেকে সাধুবাদ জানাচ্ছেন আমাকে। পলি বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে গানগুলো তৈরি করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ছিল, চলমান সময়ের রিমেক, রি-ট্র্যাকের জোয়ার থেকে বের হয়ে শ্রোতাদের নতুন কিছু উপহার দেয়ার। অ্যালবামের সবকটি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এফ এ সুমন। অ্যালবাম নিয়ে সুমন বলেন, ‘পলির গায়কির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আমার। তার কণ্ঠে অন্যরকম এক মাধুর্য আছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। আশাকরি শুধু ‘টাইটেল সং’ নয়, ধীরে ধীরে অ্যালবামের সবগুলো গানই শ্রোতাদের ভাল লাগবে। অ্যালবামের গানগুলো লিখছেন এ মিজান, সেজুল আহমেদ, মাসুদ আহমেদ, জয় আহমেদ এবং শহীদ খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mosharof ৩১ মে, ২০১৭, ১:০৮ পিএম says : 0
thanks
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন