শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো ইসলামী গান গাইলেন আসিফ

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ক্যারিরারে প্রথমবারের মতো ইসলামী গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম মুমিন হতে চাই। সম্প্রতি গানটির রেকর্ডিং স¤পন্ন হয়েছে। গানের কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর করেছেন মীর মাসুম। আসিফ জানান, হৃদয় ছোঁয়অ সুর আর চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম। একমাস পর স্টুডিও কেমন অচেনা লাগছিলো। ভয় হচ্ছিলো গানটি গাইতে পারবো কিনা। আল্লাহর রহমতে গানের রেকর্ডিং সফলভাবে শেষ হয়েছে। তিনি জানান, আমার সঙ্গে এই গানে থাকছে আরও দুজন শিল্পী বালাম এবং ইমরান। গানটি এ সপ্তাহে ধ্রæব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Misu Bhuiyan ৩১ মে, ২০১৭, ১:১১ পিএম says : 0
Asif vai jodi sombob hoy bajna na diya Gaiben plz
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন