শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেন চলচ্চিত্র শিল্পীরা

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১৬ এএম, ৩১ মে, ২০১৭

বিনোদন রিপোর্ট: প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির প্রতিনিধি দল। গত শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শিল্পীরা বঙ্গভবনে যান। এসময় তারা রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিল্পী সমিতির প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, সাধারণ স¤পাদক জায়েদ খান, কার্যকরী পরিষদের সদস্য রোজিনা, অঞ্জনা, পপি ও সাইমন সাদিক উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পী সমিতির উপদেষ্টামন্ডলীদের মধ্যে ফারুক, সোহেল রানা, কবরী ও ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন। সমিতির সহ-সভাপতি রিয়াজ বলেন, ‘রাষ্ট্রপতি শিল্পীদের দেখে ও তাদের ফুলেল শুভেচ্ছায় উচ্ছ¡াস প্রকাশ করেন। তিনি একজন চলচ্চিত্রপ্রেমী মানুষ। অসংখ্য চলচ্চিত্র তিনি দেখেছেন সিনেমা হলে গিয়ে। কয়েকদিন আগে বঙ্গভবনে পরিবারের সবাইকে নিয়ে আয়নাবাজি ছবিটি উপভোগ করেছেন। চলচ্চিত্রের অনেক গল্প শোনান তিনি। অনেক পরামর্শও দেন। সমিতির সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, আমরা চলচ্চিত্রের সমস্যা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি। তিনি মন দিয়ে আমাদের অভাব-অভিযোগ, সীমাবদ্ধতার কথা শুনেছেন। চলচ্চিত্রের বেহাল দশা কাটিয়ে উঠতে শিল্পীদের শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা উচিত বলে পরামর্শ দিয়েছেন। যাতে করে শিল্পীদের কথার গুরুত্ব দেয়া হয়। তিনি নিজে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান। উল্লেখ্য, গত শনিবার শিল্পী সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন