সচীন রমেশ টেন্ডুলকার তার ভক্তদের কাছে এমন একজন মানুষ যার রয়েছে অলৌকিক ক্রিকেট দক্ষতা, তার তুলনীয় আর কেউই নেই। অনেকে তাকে শুধু প্রতিভাবান একজন মানুষ বলেও ধারণা করে। কিন্তু এই চূড়ান্ত অবস্থানে পৌঁছতে তাকে কী পরিমাণ সংগ্রাম আর কতটা পরিশ্রম করতে হয়েছে তাই দেখানো হয়েছে এই প্রামাণ্য চলচ্চিত্রটিতে। এক ডানপিটে কিশোর থেকে একজন শীর্ষ ক্রিকেটার হয়ে ওঠার কাহিনী এটি। সচীনের ভাই অজিত টেন্ডুলকারই প্রথম তার মাঝে ক্রিকেটের এই প্রতিভা আবিষ্কার করেন। অজিতই প্রথম ক্রিকেট প্রশিক্ষক রমাকান্ত আর্চেকারের কাছে সচীনের নাম সুপারিশ করেন। সচীন সেই কৈশোর থেকেই নিজেকে ক্রিকেটে উৎসর্গ করেন। তারপর একে একে বিস্ময় সৃষ্টি করতে থাকেন। ১৯৮৮ সালে ২৪ ফেব্রুয়ারিতে হ্যারিস শিল্ডে শারদাশ্রম বিদ্যা মন্দিরের হয়ে সেইন্ট জেভিয়ার্সের বিরুদ্ধে বিনোদ কাম্বলির সঙ্গে জুটি হয়ে ৬৬৪ রানের বিশ্ব রেকর্ড করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন