শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইত্যাদির বিশেষ পর্বে পাঁচ তারকা

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রতিবারের মত বিষয় বৈচিত্রে ভরা এবারের ঈদের ইত্যাদি। ফলে অনেক অনুষ্ঠানের স্বাদ ইত্যাদির একটি অনুষ্ঠানেই পাওয়া যায়। শুধু বিনোদনই নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা, এ কথাটি কেবল ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিবারের মত এবারের ঈদের ইত্যাদিতেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ইত্যাদিতে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতোপূর্বে দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে আমাদের দেশের বিশেষ করে ঢাকা শহরের বর্তমান নানা সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান। পর্বটি যেমন চমকপ্রদ তেমনি এর মধ্য দিয়ে উঠে এসেছে অনেক সমাজচিত্র ও সামাজিক অসঙ্গতি। ফাগুন অডিও ভিশন জানায়, এই পর্বটিও এবারের ঈদের ইত্যাদির অন্যতম আকর্ষণীয় একটি পর্ব হবে। পাঁচ তারকাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পর্বটিতে অভিনয় করেছেন। গত ২৩ মে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে এর ধারন সম্পন্ন হয়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন