বিনোদন রিপোর্ট: চিত্রনায়ক আলমগীর সর্বশেষ ১৯৯৬ সালে পরিচালনা করেছিলেন ‘নির্মম’ চলচ্চিত্রটি। এরপর আর চলচ্চিত্র নির্মাণ করেননি। বিশ বছর পর নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটির নাম একটি সিনেমার গল্প। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এর শূটিং শুরু হবে। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন আলমগীর নিজে। প্রায় দুই বছর সময় নিয়ে এর গল্প লিখেছেন বলে জানান তিনি। এরইমধ্যে চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুড়ান্ত হয়েছেন আরিফিন শুভ, ঋতুপর্ণা, সাদেক বাচ্চু, সাবেরী আলম, জ্যাকি আলমগীর, ববি’সহ আরো কয়েকজন। চলচ্চিত্রটির জন্য গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও কবির বকুল। সুর করেছেন এস আই টুটুল, ইমন সাহা ও শওকত আলী ইমন। চলচ্চিত্রটির আবহ সঙ্গীত করবেন ইমন সাহা। এদিকে চলচ্চিত্রটিতে আলমগীরের বিপরীতে কে অভিনয় করবেন তা জুন মাসের শুরুতেই চুড়ান্ত হবে বলে জানান আলমগীর। ‘একটি সিনেমার গল্প’ নির্মাণ প্রসঙ্গে চিত্রনায়ক, পরিচালক আলমগীর বলেন, ‘প্রত্যেক মানুষেরই জীবনে গল্প আছে। সে হিসেবে সিনেমায় হাজার হাজার মানুষের গল্প আছে। আমি সেখান থেকে কয়েকজন মানুষের কাল্পনিক গল্প তৈরী করেছি। আমার গল্পে বা চলচ্চিত্রটিতে কারো ব্যক্তিগত কোনরকম ছায়া পাওয়া যাবেনা।’ আলমগীর জানান তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন