শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এ সময়ের মেধাবী নির্মাতা অনিরুদ্ধ রাসেল

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দেশের তরুণ ও সম্ভাবনায় মেধাবী নির্মাতাদের মধ্যে অন্যতম অনিরুদ্ধ রাসেল। তরুণ এই নির্মাতা ইতোমধ্যে একাধিক খÐ ও ধারাবাহিক নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। আগামী ঈদের অনুষ্ঠান নিয়ে এখন ব্যস্ত রয়েছেন। তার পরিচালনায় চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘টাইম’। অনিরুদ্ধ রাসেল বলেন, চ্যানেল নাইনে প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার প্রচার হচ্ছে ধারাবাহিক ‘টাইম’। নাটকটি প্রতিদিন রাত ৮টায় প্রচার হয়। ইতোমধ্যে নাটকের ১২০ পর্বে শূটিং শেষ হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডে ৬০ পর্ব এবং নেপালে ৬০ পর্ব চিত্রায়ন করা হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে অনিরুদ্ধ রাসেল বলেন, নাটকের গল্প বিদেশে যাওয়া কতিপয় মানুষের নানা কর্মকাÐকে ঘিরে। আমাদের দেশের অনেক মানুষই আছেন যারা বিদেশ বিভূঁইয়ে বসবাস করতে গিয়ে নানা প্রতারণার শিকার হন। এ ছাড়া অনেকে আবার লোভে পড়ে নিজেও অনেক অনৈতিক কিছুই করে থাকেন। এসব বিষয়ে তৈরি নানা জটিলতা নিয়েই নাটকের গল্প এগিয়েছে। এছাড়া আর কি কাজ করছেন? এ প্রশ্নের জবাবে রাসেল বলেন, বর্তমানে দুটি সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। এর একটি চিত্রায়িত হবে থাইল্যান্ডে এবং অন্যটি দেশে। দেশের বাইরে নাটকের শূটিং অনেকটাই বিলাসী বলে মনে করেন অনেকই। এ বিষয়ে অনিরুদ্ধ রাসেল বলেন আসলে গল্প, ঘটনা ও বাজেটের কারণে বিদেশে কাজ করা হয়েছে। আমার প্রথম কাজ ‘পাঁতায়ার পথে নেয়ামত’ শীর্ষক সাত পর্বের  ঈদের নাটকও গল্পের প্রয়োজনে থাইল্যান্ডে করেছিলাম। এর পর একাধিক সিরিয়াল ও অন্যান্য নাটকও গল্প এবং বাজেটের কারণে করা হয়েছে দেশের বাইরে করা হয়েছে। দেশের বাইরে কাজের ক্ষেত্রে অন্যতম সুবিধা হলো সব শিল্পী সময়মতো পাওয়া যায়। এতে সময় ও অর্থ দুটোই বাঁচে। দেশের বাইরে কাজ হলেই যে বাজেট বেশি হবে তাও নয়। পরিমিত বোধ এবং কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা থাকলে যে কোন স্থানেই সামর্থ্য অনুযায়ী ভাল কাজ করা সম্ভব। বিদেশে নির্মিত আমার নাটকগুলোর বাজেটও প্রায় বাংলাদেশে নির্মাণের বাজেটে মধ্যেই পরে। নাটকের পাশাপাশি ‘দ্বিতীয় লিঙ্গ’ নামে চলচ্চিত্র নির্মাণ করছে রাসেল। চলচ্চিত্রটির ৮০ ভাগ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন