য়োয়াকিম রোনিং এবং এসপেন স্যান্ডবার্গ পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেল্স’। রোনিং এবং স্যান্ডবার্গ যৌথভাবে এর আগে ‘কন-টিকি’ (২০১২), ‘ম্যাক্স মেনাস : ম্যান অফ ওয়ার’ (২০০৮) এবং ‘ব্যান্ডিডাস’ (২০০৬) ফিল্মগুলো পরিচালনা করেছেন।
বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি মোকাবেলার পর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো (জনি ডেপ) তার এবারের অ্যাডভেঞ্চারের সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হয়। এই বিপদের নাম ক্যাপ্টেন সালাজার (হাবিয়ের বার্দেম)। ডেভিল’ ট্রায়াঙ্গল থেকে মুক্তি পেয়ে এই অশরীরী নাবিক শপথ নিয়েছে সাগরের সব পাইরেটকে সে হত্যা করবে বিশেষ করে স্প্যারোর ওপর তার রাগ। সালাজারের প্রতিহিংসা থেকে বাঁচার একমাত্র উপায় হল কিংবদন্তীর পসাইডনের ত্রিশূল। যার হাতে এটি থাকবে সাগর-মহাসাগরের ওপর থাকবে তার সর্বময় ক্ষমতা। সেটি হাত করাই স্প্যারোর এবার লক্ষ্য।
হলিউড শীর্ষ পাঁচ
১। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেল্স
২। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম টু
৩। বেওয়াচ
৪। এলিয়েন : কোভেনেন্ট
৫। ডায়েরি অফ আ উইম্পি কিড : দ্য লং হল
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন