শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে দিপুর এখন তুমি অন্য কারো

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ঈদ উপলক্ষে রিলিজ হচ্ছে গায়ক দিপুর মিউজিক ভিডিও ‘এখন তুমি অন্য কারো’। গানটি লিখেছেন সোহেল অটল। সুর ও সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। দিপু জানান, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে গানটির মিউজিক ভিডিওর শূটিং করা হয়েছে। ব্যয়বহুল এ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দিপুর সঙ্গে অভিনয় করেছেন অনুশিলা জনন্তী ও আসিফ। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন ফরহাদ হোসেন। দিপু বলেন, ‘আমি খুব কম গান করি। পছন্দসই লিরিকস এবং সুর হলে গান করার ইচ্ছে জাগে। এ গানটিও আমার তেমনই পছন্দের। খুবই সুন্দর কথা ও সুরের গান। মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে যতœ নিয়ে। আশা করছি রুচিশীল শ্রোতাদের ভালো লাগবে।’ সুমন কল্যাণ বলেন, ‘গানটা বেশ কয়েক মাস আগেই তৈরি হয়েছিল। সুন্দর কথার গানটি দিপু গেয়েছেনও ভালো। অবশেষে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে জেনে ভালো লাগছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন