বিনোদন রিপোর্ট: স¤প্রতি মাই সাউন্ড-এর ব্যানারে নির্মিত হলো শফিক তুহিনে'র নতুন মিউজিক ভিডিও ‘গ্রহণ করো’। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাব্বি আর বি। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনিক ও শ্রাবণী ছোঁয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। সামছুল বলেন, অনেকদিন পর গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও নির্মাণ করলাম। একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলের প্রেমের গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিওটি। আশা করি, মিউজিক ভিডিওটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আসছে ঈদ উপলক্ষে শীঘ্রই মাই সাউন্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেখা যাবে অন্যান্য প্ল্যাটফর্মে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন