বিনোদন রিপোর্ট: অনেকদিন পর শ্রোতাদের মাঝে নতুন গান নিয়ে আসছেন গায়ক আতিক হাসান। আগামী ঈদ উপলক্ষে তার গাওয়া তিনটি গানের সলো অ্যালবাম কন্যা প্রকাশ পাবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। ৩টি গানেরই রেকর্ডিং হয়েছে। গান গুলো লিখেছেন, লিমন আহমেদ (কন্যা), জিয়াউদ্দিন আলম (তুমি আসলে না) ও নোমান শিবলু (মনের ছবি)। সব কটি গানের সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজন করেছেন সজীব দাস, এম এ রহমান ও ইয়াসিন হোসাইন নিরু। ঈদে ডিজিটাল ফরমেটে গানগুলো শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে জিপি মিউজিকে। এ ছাড়া জিসান মাল্টিমিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লিরিক ভিডিও প্রকাশ পাবে। আতিক হাসান জানান, ঈদে আপাতত শ্রোতারা জিপি মিউজিকে গানগুলো শুনতে পাবেন। কোরবানির ঈদের পরে একটি গানের মিউজিক ভিডিও পাবেন। এই ঈদে আর কোন গান করছি না। অনেক দিন পর আমার নতুন গান নতুন প্রযুক্তিতে শ্রোতারা শুনতে পাবেন। এবারের গানগুলো সময় উপযোগী করা হয়েছে। উল্লেখ্য, আতিক হাসান ২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসানের প্রথম ক্যাসেট বের হয় 'মাধবী কী ছিল গো ভুল'। প্রথম অ্যালবামই হিট। গানগুলো ছড়িয়ে পড়ল সারা দেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে, শহরে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন