শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবারের ঈদে মোশাররফ করিমের সর্বাধিক নাটক

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গত কয়েক বছর ধরে ঈদে সবচে বেশি নাটক প্রচার হয় অভিনেতা মোশাররফ করিমের। এবারও তার সেই ধারাবাহিকতা বজায় থাকবে। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত ৩০টির বেশি নাটক প্রচার হতে পারে। ইতোমধ্যে অনেকগুলো নাটকের কাজ শেষ করেছেন। ঈদের আগের দিন পর্যন্ত আরও অনেকগুলো নাটকের শূটিং করবেন। ইতোমধ্যে কাজ শেষ করেছেন সাগর জাহানের মাহিনের নীল তোয়ালে, অ্যাভারেজ আসলাম ইজ নট ব্যাচেলর ও লাইফ ইজ কালারফুল, আজাদ কালামের জমজ ৭, শামীম জামানের মেজাজ ফোরটি নাইন টু ও বডিগার্ড হোসেন। আরো রয়েছে আসাদুজ্জামান সোহাগের রচনা ও রিপন মিয়ার পরিচালনায় থার্ড পারসন, আর বি প্রীতমের রচনায় ও পরিচালনায় ম্যানপাওয়ার, ইমরাউল রাফাতের পরিচালনায় বেঙ্গল সমিতি (৭ খন্ডের নাটক) এবং কায়সার আহমেদের রূপালি প্রান্তর। কাজের চাপ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, কাজকে আমি কখনো চাপ মনে করি না। এটাকে আনন্দ ভাবি। আনন্দ পাই বলেই এত কাজ করতে পারছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন