শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভারতে প্রশংসিত প্রদর্শনী শেষে দেশে ফিরলো স্বপ্নদল

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আলোচিত দুই প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’-র ভারতে তিনটি মঞ্চায়ন শেষে সম্প্রতি দেশে ফিরেছে নাট্যসংগঠন স্বপ্নদল। ‘রবীন্দ্রনগর নাট্যায়ুধ’ আয়োজিত ‘শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্য স্মৃতি আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৬’-এ কলকাতার দমদমে ২৭ ফেব্রুয়ারি ‘ত্রিংশ শতাব্দী’, ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’-র আমন্ত্রণে ২৮ ফেব্রুয়ারি নদীয়ার কল্যাণীতে ‘ত্রিংশ শতাব্দী’ এবং ‘গোবরডাঙ্গা নক্সা’-র আমন্ত্রণে ২ মার্চ উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গায় ‘চিত্রাঙ্গদা’-র মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। তিনটি প্রদর্শনীই দর্শক-নাট্যকর্মীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’Ñ দু’টি প্রযোজনারই গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রসঙ্গত, ভারতের রাজস্থানের আন্তর্জাতিক নাট্যোৎসব ‘রঙ রাজস্থান-২০১৬’-এ ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনা মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছিল স্বপ্নদল এবং সেজন্য সকল প্রস্তুতিও চূড়ান্ত করে দলটি। কিন্তু জওহরলাল  নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা এবং এর প্রভাবে দেশবাপী আন্দোলনের প্রেক্ষাপটে উল্লিখিত আন্তর্জাতিক উৎসবাটি স্থগিত করে ভারত সরকার। সে সময়েই ‘রবীন্দ্রনগর নাট্যায়ুধ’, ‘কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র’ এবং ‘গোবরডাঙ্গা নক্সা’-র আমন্ত্রণ পায় স্বপ্নদল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবু বকর ৮ মার্চ, ২০১৬, ৭:৫৬ এএম says : 0
ok
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন