অভিনেতা জেফরি রাশ জানিয়েছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজ থেকে তিনি বিদায় নিচ্ছেন।
একটি সংবাদ সূত্র জানিয়েছেন সিরিজের সর্বশেষ পর্ব ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেল্স’তে তার রূপায়িত ক্যাপ্টেন বারবোসার মৃত্যুই চরিত্রটির পথের শেষ। অস্ট্রেলীয় তারকাটি ১৪ বছর ধরে এই চরিত্রে অভিনয় করে আসছেন।
তিনি বলেন : “আমি (প্রযোজক) জেরি ব্রাকহাইমারকে বলেছি, আমার মনে হয়ে এটির বারবোসার শেষ। তার মৃত্যু এই ধারার ব্যবসাসফল চলচ্চিত্রের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে। গুরুত্বপূর্ণ চরিত্রের বিদায় এক অর্থে ভাল। পুরো ব্যাপারটাই যৌক্তিক এবং সরল নাটকীয়তার অবকাশ নেই এখানে।” বারবোসা তার মেয়ে ক্যারিনার জন্য চলচ্চিত্রে নিজেকে উৎসর্গ করে।
সিরিজের পঞ্চম চলচ্চিত্রটি রাশিয়া এবং এশিয়া ও ইউরোপের কিছু দেশে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : সালাজার’স রিভেঞ্জ নামে মুক্তি পেয়েছে’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন