অভিনেত্রী মনীষা কৈরালা তার ক্যারিয়ারের শীর্ষ সময়ে বলিউডের তিন সুপারস্টার খানের সঙ্গে অভিনয় করেছেন। ‘দিল সে’তে তাকে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে। ‘খামোশি : দ্য মিউজিকাল’ ফিল্মটিতে তার সহাভিনেতা ছিলেন সালমান খান এবং ‘মান’ চলচ্চিত্রে আমির খান ছিলেন তার নায়ক। অভিনেত্রীটি জানিয়েছেন তিন খানের সঙ্গে কাজই তিনি উপভোগ করেছেন।
“তিন খানও অসাধারণ অভিনেতা। তিন জনই সুপারস্টার... তাদের সঙ্গে কাজ করা উপভোগ করেছি। তারা ভাল মানুষ,” মনীষা বলেন।
৪৬ বছর বয়সী মনীষা অভিনীত থ্রিলার ফিল্ম ‘ডিয়ার মায়া’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। এই ফিল্মটিতে তাকে এক মাঝবয়সী প্রেমপিয়াসী নারীর ভূমিকায় গø্যামারহীন সাজে দেখা যাবে।
তার সাজ আর চলচ্চিত্রটির ধারা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মনীষা বলেন, “আপনারা বলবেন এখনকার চল কী। এখন কোন ধারার ফিল্ম চলছে তা আমি বিবেচনা করিনি। চিত্রনাট্য খুব বুদ্ধিদীপ্ত ছিল বলেই ফিল্মটি করায় সায় দিয়েছি।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন