বিনোদন রিপোর্ট: নতুন একটি বিজ্ঞাপনে মডেল হলেন চিত্রনায়ক রিয়াজ। এবার তিনি মডেল হয়েছেন টিস্যু পেপারের। এতের তার সহমডেল হিসেবে রয়েছেন লাক্সতারকা চৈতি। এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নির্মাতা দিদারুল ইসলাম সম্রাট। বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। চৈতি বলেন, সাত বছর পর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। এত ভালো লেগেছে কাজটি করে, সেটা বলে বোঝাতে পারবো না। আর বিজ্ঞাপনের কাজটিও চমৎকারভাবে শেষ হয়েছে। তিনি বলেন, এই বিজ্ঞাপনে কয়েক প্রকারের টিস্যুর ব্যবহার দেখানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে চৈতি চিত্রনায়ক রিয়াজের বিপরীতে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটির নাম ছিল মধুমতি। নির্মাণ করেছিলেন শাজাহান চৌধুরী। চৈতি বর্তমানে ঈদের খন্ড নাটকে অভিনয় করছেন। এছাড়া তার অভিনীত ধারাবাহিক নাটক মুকিম ব্রাদার্স, হাই সোসাইটি, দূরত্ব, ধূসর গোধূলি ইত্যাদি নাটকগুলো প্রচারে আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন