আশিক বন্ধু: এখন মিউজিক্যাল ফিল্ম এর জনপ্রিয়তা বাড়ছে। গানের গল্পকে ভিডিওতে বড় আয়োজনে তুলে ধরা হয়। তা হয়ে উঠে মিউজিক্যাল ফিল্ম। এমন একটি মিউজিক্যাল ফিল্ম প্রকাশ করেছেন কন্ঠশিল্পী হাফিজ। পুতুল শিরোনামের মিউজিক্যাল ফিল্মটির কথা লিখেছেন অনুরুপ আইচ। সঙ্গীতায়োজন করেছেন মোশারফ আজমী। সুর এবং ভিডিও নির্মান করেছেন খন্দকার বাপ্পী। এরইমধ্যে ইউটিউবে গানটির প্রোমো প্রকাশের পর থেকে দারুন সাড়া পড়েছে। দিনদিন প্রচুর শেয়ার ও গানের ভিউ বেড়েই চলেছে। উল্লেখ্য, গানটির ভিডিওর শূটিং কক্সবাজারের ইনানী, হিমছড়ি ও অন্যান্য লোকেশনে হয়েছে। এতে মডেল হয়েছেন টিভি অভিনেত্রী লারা লোটাস। কন্ঠশিল্পী হাফিজ বলেন, গানটির ডেমো শুনে মুগ্ধ হয়েছিলাম। গানের কথা ও সুর অসাধারণ। তারপর অডিও শেষে মিউজিক্যাল ফিল্ম হলো। এখন সবাই গ্রহণ করছেন গানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন