শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওমরাহ করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আগামী ৯ জুন (শুক্রবার) রাতের ফ্লাইটে মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ওমরাহ পালনের জন্য নিয়ত করেছি। আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই হজযাত্রা পালন শেষে সুস্থভাবে যাতে দেশে ফিরতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। সবকিছু ঠিক থাকলে হজপালন শেষে ঈদের দুদিন আগে দেশে ফিরবেন ইলিয়াস কাঞ্চন। এদিকে গত সোমবার ইলিয়াস কাঞ্চন শেষ করেছেন ক্রাইম টাইম শিরোনামের একটি নাটকের শুটিং। এতে সহশিল্পী ছিলেন রোজিনা, চ¤পা প্রমুখ। নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানা গেছে। এছাড়া গতকাল পূবাইলে একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ট্রাক্টরের বিজ্ঞাপনে অংশ নেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়িকা পপি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন এ রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন