শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রবাসীদের রেমিট্যান্স বিনা খরচে দেশে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে প্রবাসী কল্যাণমন্ত্রী

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার ঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি  বলেছেন, প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স বিনা খরচে দেশে তার পরিবারের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের সাথে কোন প্রকার প্রতারণা ও হয়রানি করা হলে তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তিনি আরও বলেন, “জিরো কষ্টে/বিনা খরচে” নারী কর্মীরা বিদেশে গিয়ে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করার পাশাপশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে।     গতকাল সকালে ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এসোসিয়েশন (বমসা) কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি একথা বলেন।
বমসা’র পরিচালক সুমাইয়া ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, উপ-সচিব মোহাম্মদ শাহীন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস শাহীন আনাম, ব্রিটিশ কাউন্সিল প্রকাশ এর দলনেতা  ক্যাথারিন সিসিল, বায়রার সদস্য আলী হায়দার চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরী নোমান। কর্মশালার শুরুতে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের থেকে প্রবাসে কর্মরত থাকা অবস্থায় কর্মীদের অভিজ্ঞতা বিনিময় এবং তাদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন