সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি বস ২ সিনেমায়

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত হয়েছে বস ২ নামে একটি সিনেমা। গত সপ্তাহে সিনেমাটি সেন্সরে প্রিভিউ কমিটির সামনে প্রদর্শিত হয়। সিনেমাটি দেখার পর প্রিভিউ কমিটির সদস্য নাসিরউদ্দীন দিলু জানিয়েছেন, বস ২ সিনেমাটি আমরা দেখেছি। এতে শিল্পী নেয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে। বাংলাদেশ থেকে কম সংখ্যক শিল্পী নেয়া হয়েছে। এর পরিমাণ বাংলাদেশ থেকে ২০ ভাগ আর কলকাতা থেকে ৮০ ভাগ। অথচ ফিফটি ফিফটি হবার কথা ছিলো। তিনি বলেন, সিনেমাটিতে শিল্পী নেয়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে। নির্মাণের ক্ষেত্রে শূটিংয়ের নিয়মও মানা হয়নি। এসব বিষয় লিখিতভাবে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, বস ২ সিনেমাটি যৌথ প্রযোজনার নিয়ম মেনে নির্মিত হয়েছে কি না সেটা খতিয়ে দেখতে সেন্সর প্রিভিউ কমিটিকে গত সোমবার লিখিত চিঠি দেয় চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্য জোট। তারই প্রেক্ষিতে সিনেমাটির ব্যাপারে অভিযোগ জমা দেয়া হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে। চলচ্চিত্রের সবগুলো সংগঠন নিয়ে তৈরি জোটের নেতারা চিঠিতে উল্লেখ করেন, আগামী রোজা ঈদে যে দুটি যৌথ প্রযোজনার সিনেমা (নবাব, বস ২) আসছে, সেগুলো যৌথ প্রযোজনার সঠিক নিয়ম মেনে নির্মাণ হয়েছে কিনা সেটা যেন খতিয়ে দেখা হয়। এছাড়া একই ধরনের অভিযোগ রয়েছে এসকে মুভিজ ও জাজ প্রযোজিত নবাব-এর ক্ষেত্রে। তবে সিনেমাটি এখনো প্রিভিউ কমিটি দেখেনি। এ প্রসঙ্গে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, এর আগে অনেক সিনেমাই যৌথ প্রযোজনার নামে মুক্তি পেয়েছে যা কোনোভাবেই দেশে প্রতিষ্ঠিত যৌথ প্রযোজনার নিয়ম বা আইন কিছুই মানেনি। যদি ফিফটি-ফিফটি সমতা না থাকে, তবে আমরা সিনেমা দুটির মুক্তি ঠেকাবো। এ বিষয়ে আর কোনো ছাড় দেয়া হবে না।

বলিউড শীর্ষ পাঁচ
১। সচীন- আ বিলিয়ন ড্রিমস ২। হাফ গার্লফ্রেন্ড ৩। দোবারা- সি ইওর ইভিল ৪। বাহুবলি টু : দ্য কনক্লুশন ৫। মেরি পেয়ারি বিন্দু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন