শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ ওলিজা মনোয়ারের জন্মদিন

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আজ বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষক ডিপজল কন্যা ওলিজা মনোয়ারের জন্মদিন। রোজার মধ্যে জন্মদিন হওয়ায় খুব বেশি আয়োজন করার ইচ্ছা নেই তার। তবে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের আয়োজনে ইফতারের পর কেক কাটার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি হবে সাভারস্থ ফাহিম শূটিং স্টুডিওতে। সেখানে ওলিজার শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানাতে আসবেন। ওলিজা ইংল্যান্ডে বিজনেস ম্যানেজম্যান্টের উপর পড়াশোনা করেছেন। পড়াশোনাকালীন মেকআপের প্রতি ঝুঁকে পড়েন। মেকআপের উপর উচ্চতর ডিগ্রী নেয়ার পাশাপাশি সেখানের ডিএফএমএ মেকআপ একাডেমিতে সহকারি লেকচারার হিসেবে কাজ করেন। এছাড়া প্যারিস ফ্যাশন শোসহ ইংল্যান্ডের আন্তর্জাতিক ফ্যাশন শোগুলোর অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন। বিদেশে থাকাকালীন তিনি স্পেশাল ইফেক্ট মেকআপের পাশাপাশি বিউটি মেকআপে খ্যাতি অর্জন করেন। গত বছর তিনি দেশে ফিরে এসে ওলিজা মনোয়ার মেকওভার নামে মহাখালি ডিওএইচএসএ একটি মেকআপ স্টুডিও চালু করেন। এর পাশাপাশি তার করা স্পেশাল ইফেক্ট সমৃদ্ধ একটি সিনেমাও পরিচালনা শুরু করেন। সিনেমাটি এখন নির্মাণাধীন। বহুগুণে গুণান্বিত ওলিজার জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন