শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে ন্যানসির নতুন গান

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সাধারণত নিজের একক অ্যালবাম আর চলচ্চিত্র ছাড়া সলো গান গাইবার সুযোগ তেমন পান না জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। তবে এবার দীর্ঘদিন পর ঈদে একটি সলো গান নিয়ে আসছেন তিনি। মাই সাউন্ডের ব্যানারে প্রকাশিতব্য এই গানটির শিরোনাম ‘মৌনতা’। গানের কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি। গানের কথাগুলো এমন- ‘আমি তো চেয়েছিলাম কিছু কথা বলতে/ তুমি তো চাওনি কোন কিছু শুনতে/ আমি তো চেয়েছিলাম কিছু কথা শুনতে/ তুমি তো পারোনি, কখনো তা বলতে। ’ সম্প্রতি রাজধানীর মালিবাগে মাই সাউন্ডের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ন্যানসি বলেন, ‘গানটিতে একদিকে যেমন বিরহ রয়েছে, তেমনি রয়েছে প্রিয় মানুষের জন্য হাহাকার। গীতিকার রিজভী খুব দারুণভাবে গানের কথাগুলোকে সাজিয়েছেন। অমিত চ্যাটার্জি সেটিকে সুররারোপ করে প্রাণ দিয়েছেন। আমার বিশ্বাস আমার ভক্ত-শ্রোতারা গানটি খুবই পছন্দ করবেন।’ ঈদুল ফিতরে মাই সাউন্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে। পরবর্তীতে গানটি নিয়ে একটি পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে বলে জানা গেছে। এদিকে ন্যান্সিকে ঈদে বিভিন্ন চ্যানেলে লাইভ সংগীতানুষ্ঠানে গাইতে দেখা যাবে। এর মধ্যে ঈদের দ্বিতীয় দিন একুশে টিভিতে রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত একটানা লাইভ সংগীত পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানে ‘মৌনতা’ গানটি সরাসরি দর্শকদেরকে তিনি শোনাবেন বলে আশা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন