শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রমজানের পবিত্রতা নিয়ে গান রোজাদার

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মাহে রমজানের এই পবিত্রতার কথা চিন্তা করে ‘ধ্রæব মিউজিক স্টেশন’ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে জনপ্রিয় দুই সুফী গানের শিল্পী কাজী শুভ এবং শাহরিয়ার রাফাতের মাহে রমজানের পবিত্রতার গান ‘রোজাদার’। ‘হে রোজাদার রাখো রোজা/ রোজা রাখার মতো’ এমন কথার গানটি লিখেছেন- আবু তাহের বেলাল, সুর করেছেন- হরি মোহন দেবনাথ এবং সঙ্গীতায়জন করেছেন-মীর মাসুম। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন- গানটিতে মহান আল্লাহর আদেশ রোজা শুদ্ধ ভাবে পালনের কথা বলা হয়েছে। পাশাপাশি রোজার পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে। গানটির সুর করা হয়েছে হামদ-নাত এর আদলে। আশা করছি, গানটি সবার ভালো লাগবে পাশাপাশি দর্শক-শ্রোতা রোজার আদব সম্পর্কেও জানতে পারবেন। গানটির ভিডিও নিয়ে রাফাত বলেন- একজন রোজাদার ব্যক্তি যে রোজা রাখা অবস্থায় কোন অন্যায় কাজ করতে পারে না, কিংবা করলেও তিনি অনুশোচনায় ভোগেন  গানিটির ভিডিওতে দর্শক-শ্রোতা এমনটাই দেখতে পাবেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে নিজেকে সপে দেওয়ার বিষয়টিও উঠে এসেছে ভিডিওতে। এই ভিডিওটি একটু হলেও একজন ধর্মপ্রাণ মানুষের হৃদয়কে নাড়া দেবে। গানটির ভিডিও নির্মান করেছেন- রায়হান রাফি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন