প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড অভিষেক চলচ্চিত্র ‘বেওয়াচ’ স¤প্রতি মুক্তি পেয়েছে। আর তার টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এখন গ্রীষ্মের বিরতিতে আছে। এর মধ্যে তিনি কিন্তু বসে নেই। দুটি হলিউড ফিল্মে কাজ করার প্রস্তাব পেয়েছেন তিনি। এর মধ্যে প্রথম ফিল্মটির কথা কিছুদিন আগে জানা গেছে। তিনি যখন এখন ‘বেওয়াচ’ ফিল্মটির প্রচার নিয়ে ব্যস্ত আছেন ঠিক তখন তৃতীয় ফিল্মে কাজ করার প্রস্তাব পেয়েছেন।
কিছুদিন আগে সংবাদ মাধ্যম থেকে জানা যায় তিনি ‘আ কিড লাইক জেক’ নামে হলিউডের একটি ফিল্মে কাজ করবেন। এই ফিল্মটিতে তিনি জিম পারসন্স, অক্টাভিয়া স্পেন্সার এবং ক্লেয়ার ডেন্সের সঙ্গে অভিনয়ের সুযোগ পাবেন।
সর্বশেষ জানা গেছে ‘ইজিন্ট ইট রোমান্টিক’ নামে একটি কমেডি ফিল্মে কাজ করার প্রস্তাব পেয়েছেন। সব ঠিক মত মিলে গেলে এই চলচ্চিত্রে তিনি রেবেল উইলসন, লিয়াম হেমসওয়ার্থ এবং অ্যাডাম ডেভিনকে সহশিল্পী হিসেবে পাবেন।
ভ্যারাইটি ডটকম জানিয়েছে এই জুনে প্রিয়াঙ্কা ‘আ কিড লাইক জেক’-এর শুটিংয়ে অংশ নেবেন। ‘কোয়ান্টিকো’র কাজ শুরু হবার আগে সামনের জুলাইয়ে ‘ইজিন্ট ইট রোমান্টিক’-এর কাজ শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন