শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পাসপোর্ট হারিয়ে বিপাকে ইলোরা গহর

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী ইলোরা গহর। পাসপোর্ট হারানোয় চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া আটকে আছে। চলতি মাসের প্রথম দিন পাসপোর্ট হারানোর এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। ইলোরা গহর জানান, শুধু পাসপোর্টই না। তার সঙ্গে ভোটার আইডি কার্ডসহ জরুরী কিছু কাগজপত্রও ছিল। তারটা বাদেও আরেকটা পাসপোর্ট ছিল। ইলোরা গহর জানান, গত ১ জুন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সিএনজিতে কাগজপত্রগুলো ভুলে ফেলে যান তিনি। একটু পর ফিরে এসে দেখেন সিএনজি নেই। পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড হারানোর পর থানায় জিডি করেছেন তিনি। তিনি বলেন, ‘মূলত যে কাগজপত্রগুলো হারিয়েছে তা কারো কাজে লাগবে না। কিন্তু সেগুলো আমার জন্য অতি গুরুত্বপূর্ণ। সে কারণেই যদি কেউ সেগুলো পেয়ে থাকেন, তাহলে ফেরত দেয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।’ ইলোরা গহরের পাসপোর্টে নাম লেখা আছে- ঞধংবিবহ এধযধৎ। কেউ পাসপোর্ট পেয়ে থাকলে ফেরত দেয়ার জন্য ০১৯৭৭০০০৪০০ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ইলোরা গহর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন