বিনোদন রিপোর্ট: ঈদ উপলক্ষে এরই মধ্যে গান প্রকাশ শুরু হয়ে গেছে। তবে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান এবার পূর্ণ অ্যালবাম থেকে সিঙ্গেল ও ইপি অ্যালবাম বেশি প্রকাশ করছে। তারই ধারাবাহিকতায় ঈদে লেজারভিশনের ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর নতুন সিঙ্গেল ট্র্যাক। গানটির শিরোনাম ‘নীলিমা’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। ঈদ উপলক্ষে আগামী কয়েক দিনের মধ্যেই লেজারভিশনের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও প্রকাশ হবে। পরবর্তীতে এ গানটির অফিসিয়াল ভিডিও প্রকাশ হবে বলেও জানা গেছে। এ বিষয়ে ঐশী বলেন, ‘নীলিমা’ গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। এটা খুব মজা করে রেকর্ডিং করেছি। গানের কথা, সুর ও সংগীতায়োজন আমার খুব বেশি মনে ধরেছিলো। আমার মনে হয় গানটি প্রকাশ পেলে শ্রোতারা এটি পছন্দ করবেন। আর খুব শিগগিরই এ গানটির একটি ভিডিও প্রকাশও হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন