বিনোদন ডেস্ক: সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপনা করে বেশ প্রশংসিত হন চিত্রনায়িকা পূর্ণিমা। এ ধারাবাতিকতায় এবার উপস্থাপনা করলেন একটি টেলিভিশন অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে নায়করাজ রাজ্জাককে নিয়ে। নাম দেয়া হয়েছে ‘এবং রাজ্জাক’। এ অনুষ্ঠানে রাজ্জাকের মুখোমুখি হয়েছেন পূর্ণিমা। রাজ্জাকের মুখ থেকে বের করে এনেছেন তার ব্যক্তি ও চলচ্চিত্র জীবনের অনেক অজানা কথা। উঠে এসেছে তার সময়ের নায়িকাদের সঙ্গে তার স¤পর্ক, শূটিংয়ের গল্পসহ নানা কিছু। এছাড়া পূর্ণিমা জানান, কেন নায়করাজকে বাবা ডাকেন তিনি। ২৫ মিনিট করে দুই পর্বের এই অনুষ্ঠান প্রচার হবে ঈদের দিন ও পরদিন বিকেল সাড়ে ৫টায় আরটিভিতে। দ্বিতীয় দিনের পর্বে হাজির হবেন রাজ্জাকের কাছের বন্ধু গীতিকার-চিত্রনির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। এদিকে পূর্ণিমা এখন অবকাশ যাপনে যুক্তরাষ্ট্র রয়েছেন। ঈদের আগেই তার ফিরে আসার কথা রয়েছে। এবারের ঈদে তার বেশ কয়েকটি নাটকে দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন