বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের স্টেজ শো নিয়ে এবারের ঈদে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। বাংলা ও হিন্দি মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রের মোট ১০টি গান নিয়ে তৈরি হয়েছে এ অনুষ্ঠান। অক্টোপি লিমিটেড এবং এটিএন ইভেন্টস এর যৌথ আয়োজনে স¤প্রতি ঢাকায় এসে শ্রোতাদের গান গেয়ে মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় বাঙ্গালী এই শিল্পী। শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা শিরোনামের সেই কনসার্টের ধারণকৃত গানগুলো দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। মুকাদ্দেম বাবুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন, রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলার পর্দায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন