শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তিন তারকার সঙ্গে ‘ড্রিম গার্ল ব্যান্ড’ গঠন করলেন গুইনেথ প্যাল্ট্রো

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

নারীর স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী গুইনেথ প্যাল্ট্রো। আর সেজন্যই তিনি প্রকাশ করে আসছেন নারীদের কেন্দ্র করে স্বাস্থ্য, ফিটনেস এবং লাইফস্টাইল নিউজলেটার ‘গুপ’।
শুধু নিউজলেটার নয় ‘গুপ’কে নিয়ে একটি ওয়েবসাইট এবং বিভিন্ন কার্যক্রম আছে। এই কার্যক্রমের একটি ছিল ‘ইন গুপ হেল্থ’। এই অনুষ্ঠানে বেশ কয়েকজন নারী তারকাকে নিয়ে গুইনেথ ‘নারী শক্তি’ বিষয়টি নিয়ে কাজ করছেন। এই তারকাদের নিয়ে তিনি ‘ড্রিম গার্ল ব্যান্ড’ গঠন করেছেন। এই দলের অন্য সদস্যরা হলেন- অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ, আর দুই ডিজাইনার নিকোল রিচি এবং টোরি বার্চ।
প্যাল্ট্রো (৪৪) তার ইনস্টাগ্রাম পেইজে তাদের দলের একটি গ্রæপ ছবি প্রকাশ করেছেন। ছবিটির ক্যাপশনে লিখেছেন : “‘ড্রিম গার্ল ব্যান্ড’ ক্যামেরন ডিয়াজ, নিকোল রিচি, টোরি বার্চ।” এই চারজন অনুষ্ঠানে নারীর স্বাস্থ্য ও ফিটনেস বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন