বিনোদন রিপোর্ট: মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে সেলিব্রিটি গেম শোখেলারাম খেলে যা। এ আয়োজনে অংশ নিয়েছেন টিভি, চলচ্চিত্র এবং সংগীত জগতের এ প্রজন্মের আট জনপ্রিয় তারকা। তারা হলেন-কণা, কর্ণিয়া, মেহজাবীন, ঊর্মিলা, ইমরান, সাইমন, শিপন ও রোশান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আমব্রিন। বিএফডিসিতে সম্প্রতি অনুষ্ঠানটির ধারণ কাজ শেষ হয়। তারকারা পর্দার বাইরে কতটা বুদ্ধিদীপ্ত ও কতটা চৌকষ খেলোয়াড় তা বের করাই ছিল অনুষ্ঠানের উদ্দেশ। অনুষ্ঠানের শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার কে পেয়েছেন তা জানা যাবে ঈদে। রুম্মান রশীদ খান-এর গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় খেলারাম খেলে যা প্রচার হবে ঈদের ৫ম দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন