শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কাতারকে শিকার বানিয়ে কোনো উদ্দেশ্য পূরণ হবে না : এরদোগান

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, কাতারকে একঘরে করা অমানবিক ও ইসলামি মূল্যবোধের পরিপন্থি। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনে সউদি আরবের প্রতি আহŸান জানান তিনি। গত মঙ্গলবার সংসদে এক ভাষণে এরদোগান আরো বলেন, তুরস্কের আশপাশে সন্ত্রাসী সংগঠন আইএস’র বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে কাতার। যাচ্ছেতাই ক্যাম্পেইনের মাধ্যমে কাতারকে শিকার বানিয়ে কোনো উদ্দেশ্য পূরণ হবে না। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাতারের ক্ষেত্রে এক গুরুতর ভুল করা হচ্ছে। তাদের বিচ্ছিন্ন করার এই চেষ্টা অমানবিক এবং ইসলামী মূল্যেবোধের বিরোধী। এটা কাতারকে মৃত্যুদÐ দেবার শামিল। প্রসঙ্গত, ইসলামিক স্টেটকে (আইএস) আরবি ভাষায় ডায়েস বলা হয়ে থাকে। এরদোগান আইএস বোঝাতে তার ভাষণে ডায়েস শব্দটি ব্যবহার করেছেন। সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সমর্থন করার অভিযোগ এনে গত সপ্তাহে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সউদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও তাদের কয়েকটি মিত্র দেশ। কিন্তু এসব দেশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার। এরদোগান তার ভাষণে বলেন, দেখে মনে হচ্ছে, কিছু দেশ কাতারকে মৃত্যুদÐ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে উপসাগরীয় দেশ কাতারের বিরুদ্ধে রূঢ় পদক্ষেপ পুনর্বিবেচনায় সউদি আরবের প্রতি আহŸান জানান তিনি। সউদি বাদশাহর প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের নেতা হিসেবে সউদি বাদশাহর এই ইস্যু সমাধান করা উচিত। আমি বিশেষভাবে মনে করি, সংকট সমাধানের পথে তার নেতৃত্ব দেওয়া উচিত। কাতার নিয়ে বড় ধরনের ভুল করা হয়েছে, সব দিক থেকে একটি দেশকে বিচ্ছিন্ন করা অমানবিক এবং ইসলামি মূল্যবোধের পরিপন্থি। মনে হচ্ছে, কাতারের বিরুদ্ধে মৃত্যুদÐ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন এরদোগান। আনাদুলো,বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Mohammed ১৫ জুন, ২০১৭, ১২:৩৩ এএম says : 1
I love my Qatar. Go ahead "QATAR" Salam to great Sheak TAMIM.
Total Reply(0)
Kawsar ১৫ জুন, ২০১৭, ৪:০১ এএম says : 1
আল্লাহ আপনি সবচেয়ে উত্তম ফায়সালাকাৱি
Total Reply(0)
Jashim Chowdhury ১৫ জুন, ২০১৭, ১১:৪৭ এএম says : 0
Good
Total Reply(0)
Fazlur Rahman ১৫ জুন, ২০১৭, ১১:৪৮ এএম says : 0
সাহসি বীর
Total Reply(0)
Rafi Ahmad ১৫ জুন, ২০১৭, ১১:৪৮ এএম says : 2
Yes....Right
Total Reply(0)
Sohan ১৫ জুন, ২০১৭, ১১:৪৯ এএম says : 3
Well said
Total Reply(0)
মোঃ শরিফুল ইসলাম মান্নান তালুকদার ১৬ জুন, ২০১৭, ১২:০৭ এএম says : 2
বিশ্ব মুসলিম দেশগুলিকে সকল মত এবং পথ ভুলে ইসলামের পথে অাসলেই কেবল সমাধান আসবে
Total Reply(0)
Md. Sabuj ১৮ জুন, ২০১৭, ৩:২৭ পিএম says : 0
বিশ্ব মুসলিম দেশগুলিকে সকল মত এবং পথ ভুলে ইসলামের পথে অাসলেই কেবল সমাধান আসবে .
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন