শিব (সুশান্ত সিং রাজপুত) এক প্রবাসী ভারতীয় তরুণ। বুদাপেস্টে সায়রার (কৃতি সানোন) সঙ্গে দেখা হবার পর তার প্রেমে পড়ে যায় শিব। শিবের সরল আর বেপরোয়া আচরণে তার প্রতি সায়রাও আকৃষ্ট হয়। তারা যখন প্রেম করছে ঠিক সেসময় দৃশ্যপটে আসে জাকির মার্চেন্ট (জিম সার্ভ) নামে এক সুরা ব্যবসায়ী ধনকুবের। জাকির এমন একজন মানুষ যে প্রত্যাখ্যান সইতে পারে না। অর্থবলে সে সব হাসিল করতে অভ্যস্ত। যেভাবে হোক সায়রাকে তার পেতেই হবে। আর সেজন্য সে সায়রাকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনা মত অপহরণ করে সায়রাকে একটি নির্জন দ্বীপে আটকে রাখে জাকির। সেখান থেকে সায়রা পালাবার চেষ্টা করে এমন এক অলৌকিক পরিবেশে নিজেকে আবিষ্কার করে যেখানে সে এক যোদ্ধা রাজকন্যা যার নাম সাইবা আর তার সহযোদ্ধা জাকির যার সেই সময়ের নাম কাবির। তাদের প্রতিপক্ষের যোদ্ধা জিলান (সুশান্ত)।
বলিউড শীর্ষ পাঁচ
১। রাবতা ২। বেহেন হোগি তেরি ৩। সচীন- আ বিলিয়ন ড্রিমস ৪। হাফ গার্লফ্রেন্ড ৫। বাহুবলি টু : দ্য কনক্লুশন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন