বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী কণা এবারের ঈদের জন্য অনেকগুলো গান গেয়েছেন। অংশ নিয়েছেন কয়েকটি ভিডিওতেও। তবে সংগীতের লম্বা ক্যারিয়ারে কণা এবার বিশেষ ঝলক নিয়ে হাজির হচ্ছেন একটি ভিডিওতে। গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ‘চাঁদের কণা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম এবং সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। এদিকে এই গানটির অন্যরকম একটি ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। যেখানে মডেল হিসেবে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কণা নিজেই। ভিডিওটি প্রসঙ্গে কণা বলেন, ‘আমার নামের সঙ্গে মিলে গেছে গানের শিরোনাম। ভিডিওটি সত্যিই অন্যরকম হয়েছে। যা এই ঈদে আমার শ্রোতাদের বাড়তি আনন্দ দিবে বলে বিশ্বাস করি। এটি পুরোপুরি গ্রাফিক্সের উপর করা হয়েছে। এমন গ্রাফিক্যাল ভিডিও আমি আর করিনি।’ ভিডিওটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্সের ইউটিউব চ্যানেল এবং জনপ্রিয় গানবক্স মিউজিক্যাল অ্যাপ-এ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন