শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বেহেন হোগি তেরি

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

লখনৌ’র এক গলির দুই পাশে গাট্টু (রাজকুমার রাও) আর বিন্নিদের (শ্রুতি হাসান)বাড়ি। শৈশব থেকেই গাট্টু বিন্নিকে ভালবাসে। কিন্তু গাট্টুর বাবার মতে একই মহল্লার মেয়েরা সমবয়সী বা বেশি বয়সী ছেলেদের বোন। তার বিন্নি তো গাট্টুর বোন। অন্যদিকে বিন্নি তরুণদের এড়াবার জন্য রাখি বেঁধে ভাইবোন পাতিয়ে ফেলে আর গাট্টু তখন বিন্নিকে এড়িয়ে চলে। গাট্টুর বাবা একদিন বিন্নিকে তার বন্ধু ভুরে’র (হেরি টাংরি) বাইকে উঠতে দেখে বিন্নির ভাই জয়দেবকে (নিনাদ কামাট) জানিয়ে দেয়। জয়দেব রাগের মাথায় ভুরেকে চড় মেরে বসলে ঝামেলা বেঁধে যায়। ভুরের পরিবার চ্যালেঞ্জ করে তারা ছেলের সঙ্গে বিন্নির বিয়ে করাবে। আর বিন্নির পরিবার এক প্রবাসী তরুণের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলে। দুই পরিবারে যখন পরিকল্পনা আর তা বাস্তবায়নের উপায় খোঁজা হচ্ছে তখন গাট্টু সাহস করে বিন্নিকে জানিয়ে দেয় তার ভালবাসার কথা। অন্যরা যখন তাদের ভাইবোন হিসেবে দেখছে তখন তারা প্রেম চালিয়ে যেতে থাকে অবলীলায়।

বলিউড শীর্ষ পাঁচ
১। রাবতা ২। বেহেন হোগি তেরি ৩। সচীন- আ বিলিয়ন ড্রিমস ৪। হাফ গার্লফ্রেন্ড ৫। বাহুবলি টু : দ্য কনক্লুশন


হলিউড শীর্ষ পাঁচ
১। ওয়ান্ডার উওম্যান ২। দ্য মামি ৩। ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস : দ্য ফার্স্ট এপিক মুভি ৪। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেল্স ৫। ইট কামস অ্যাট নাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tapeshkol ৩০ জুন, ২০১৮, ১০:৫১ পিএম says : 0
Love
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন