বিনোদন ডেস্ক: ঈদে একুশে টেলিভিশনে আয়োজন করা হয়েছে সাত দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনে সাতদিনই থাকছে ‘ফোন লাইভ স্টুডিও কনসার্ট’। এ প্রজন্মের কন্ঠশিল্পী লিজার উপস্থাপনায় লাইভ স্টুডিও কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন দেশের সনামধন্য শিল্পী এবং ব্যান্ড তারকারা। আয়োজনে ঈদের দিন সঙ্গীত পরিবেশন করবেন ব্যান্ড দল জলের গান, ঈদের দ্বিতীয় দিন শিল্পী ন্যান্সি, ঈদের তৃতীয়দিন শিরোনামহীন, ঈদের চতুর্থদিন সফি মন্ডল এবং জুয়েল, ঈদের পঞ্চমদিন শিল্পী পড়শী, ঈদের ষষ্ঠদিন সঙ্গীত পরিবেশন করবেন বারি সিদ্দীকি এবং ঈদের সপ্তমদিন সঙ্গীত পরিবেশন এস আই টুটুল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন