শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মানসিক চাপে দুটি দাঁত হারিয়েছেন ডেমি মুর

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৭, ১২:০০ এএম

জিমি ফ্যালনের টিভি অনুষ্ঠানে ডেমি মুর জানিয়েছেন শুধু মানসিক চাপের কারণে তিনি তার সামনের পাটির দুটি দাঁত খুইয়েছেন।
তার আসন্ন ‘রাফ নাইট’ চলচ্চিত্রের প্রচারে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্যালনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন মুর, তাতে উপস্থাপক বাকহারা হয়ে পড়েন। সম্বিত ফিরে পেয়ে ফ্যালন বলেন, “আপনি আমাকে যে ছবিটি পাঠিয়েছেন তা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। এমনটি কিভাবে হল?”
দর্শকদের ছবিটি দেখাবার আগে ডেমি বলেন, “আমি আমার সামনের দাঁত ফেলে দিয়েছি!? স্কেটবোর্ডিং বা উত্তেজনাকর কোনও অবস্থায় দাঁতগুলো পড়েছে বলতে পারলে ভাল লাগত। তবে আমার মনে হয় সবাইকে আমার জানান দরকার যে হৃদপিÐের অসুখের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ানক ব্যাধি মানসিক চাপের কারণে এগুলো পড়েছে।”
তিনি জানান ছবি তোলার সময় অবশ্য তখনও একটি দাঁত ছিল। তিনি আরও জানান তার মেয়েরা তার সামনের দুটি দাঁত ছাড়া চেহারা পছন্দ করে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন